শেরপুরে ৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্ত্তন শুরু হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শহরের মধ্যেশেরী বাড়ইপাড়া মহল্লার শ্রী শ্রী দুর্গা, কালীমাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই মহানাম যজ্ঞের পৌরহিত্য করেন রঞ্জয় গোস্বামী। স্মৃতি সংঘ সার্বজনীন মহানামযজ্ঞ পরিচালনা কমিটি ওই যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে।

৮ দিনব্যাপী অনুষ্ঠেয় এ মহানাম যজ্ঞে হরিনাম কীর্তন পরিবেশন করছে স্মৃতি সংঘ (সন্ধ্যা আরতী), রামকানাই সম্প্রদায়, যোগল মিলন সম্প্রদায়, জয় গুরু সেবা সংঘ, আদি রাম ঠাকুর সম্প্রদায়, আদি গৌর হরি সম্প্রদায়, গোবিন্দ সম্প্রদায়। আগামি ২৩ নভেম্বর অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রীমতি কল্যাণী দেবী, শ্রীমতি ছন্দা সরকার ও সমীর কৃষ্ণ দাস। প্রতিদিন বিপুলসংখ্যক ভক্ত হরিনাম কীর্তন শ্রবণ করছেন।
সকল ভক্তকে হরিনাম কীর্তন ও মহোৎসবে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্মৃতি সংঘ সার্বজনীন মহানামযজ্ঞ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

আগামী ২৪ নভেম্বর শুক্রবার মহাপ্রভুর ভোগ নিবেদনশেষে মহোৎসব ও শনিবার কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল মহন্ত বিদায়ের মাধ্যমে এ উৎসব শেষ হবে।