শেরপুরের ৩ জন সাংবাদিক ময়মনসিংহ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘বর্ষসেরা সাংবাদিক ২০২২’ নির্বাচিত হয়েছেন।

১৯ নভেম্বর রবিবার ময়মনসিংহ প্রেসক্লাবের পক্ষ থেকে ‘বর্ষসেরা সাংবাদিক ২০২২’ হিসেবে বিজয়ী সাংবাদিকদের নাম ঘোষণা করা হয়।
তারা হলেন প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়, ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল এবং চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য তরুণ সাংবাদিক ইমরান হাসান রাব্বী।

এদিকে শেরপুর জেলার তিনজন সাংবাদিক ‘বর্ষসেরা সাংবাদিক ২০২২’ নির্বাচিত হওয়ায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিটি প্রাপ্তি একজন মানুষকে তার কাজের স্পৃহা বৃদ্ধি করে এবং তাকে আরও দায়িত্বশীল করে তোলে। ভবিষ্যতে এই সাংবাদিকগণ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তাদের লেখনীর মাধ্যমে শেরপুর জেলাকে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের কাছে পরিচিত করে তুলবেন। প্রেসক্লাব সভাপতি তাদের দীর্ঘজীবন ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।