দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা ও বর্তমান সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীসহ ৪ প্রার্থী।

১৮ নভেম্বর শনিবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও নির্বাহী সদস্য মারুফা আক্তার পপিসহ অন্যদের কাছ থেকে ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।
মনোনয়ন ফরম সংগ্রহকারী অন্যরা হচ্ছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক সিনিয়র সচিব, আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া ও যুব উপ-কমিটির সদস্য আব্দুস সামাদ ফারুক এবং নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। তাদের মধ্যে আলোচনায় না থাকলেও হঠাৎ করেই এ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করে নানা গুঞ্জনের জন্ম দিয়েছেন নালিতাবাড়ীর সন্তান এ্যাডভোকেট চন্দন কুমার পাল।

মনোনয়ন ফরম সংগ্রহকালে নির্বাচনী এলাকার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ সময় রয়েছে।