নতুন পিচে ঝুঁকি নিতে চায়নি ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাই শেষ সময়ে পিচ বদল করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণটা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালের প্রথম ইনিংসেই পরিষ্কার। টস জিতে ব্যাট করে ভারত বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ তুলেছে।

মুম্বাইয়ে টস জিতে ব্যাট নেওয়ার কথা দু’বার ভাবতে হয়নি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। ক্রিজে নেমে ঝড়ো শুরু করেন তিনি। শুভমন গিলের সঙ্গে ৮.২ ওভারে দলকে দেন ৭১ রানের জুটি। রোহিত মাত্র ২৯ বল খেলে ৪৭ রান করে আউট হন। তার ব্যাট থেকে চারটি করে চার ও ছক্কার শট আসে।
অধিনায়কের দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে সাবলীলভাবে দলকে এগিয়ে নেওয়ার কাজটা করে যান গিল ও বিরাট কোহলি। কিন্তু সেঞ্চুরির আশা দেওয়া গিল ৭৯ রান করে হ্যামস্ট্রিং ইনজুরিতে নিয়ে মাঠ ছাড়েন। শেষ সময়ে ক্রিজে ফিরলেও এক রানের বেশি যোগ করার সুযোগ পাননি তিনি।

ইনিংসের বাকি গল্পটা বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারের। বিরাট আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১১৩ বলে ১১৭ রান করে তিনি শচীন টেন্ডুলকারের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন। এছাড়া এক আসরে শচীনের সাতটি ফিফটি প্লাস ইনিংসের রেকর্ড ও এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন।
আয়ার খেলেছেন ৭০ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাট থেকে আটটি ছক্কা ও চারটি চারের শট এসেছে। আসরে নড়বড়ে শুরু করা আয়ার শেষ চার ইনিংসেই ফিফটি প্লাস রান করেছেন। এছাড়া শেষে কেএল রাহুল ২০ বলে দুটি ছক্কা ও পাঁচটি চারে ৩৯ রানের ইনিংস খেলেন।
নিউজিল্যান্ডের স্পিনার মিশেল স্যান্টনার কিছুটা ভালো বোলিং করেছেন। তিনি ১০ ওভারে দিয়েছেন ৫১ রান। টিম সাউদি দলের হয়ে ৩ উইকেট নিয়েছেন। তবে ১০ ওভারে দিয়েছেন ১০০ রান। ট্রেন্ট বোল্ট ১০ ওভারে ৮৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।