ads

বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জম্মু-কাশ্মীরে ৩০০ ফুট গভীর খাদে বাস, নিহত ৩৬

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ

ভারতের জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত ৩৬ জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৯ জন। কয়েকজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখনো উদ্ধারকাজ চলছে। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

Shamol Bangla Ads

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার বলেছেন, জাতীয় সড়ক দিয়ে যাওয়া বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল। ডোডার একটি খাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বাসের চাকা পিছলে যায়। যাত্রীদের নিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি।

দুর্ঘটনার খবরে গভীর শোকপ্রকাশ করে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ বলেছেন, ‘ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সব প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসন ও অন্যান্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোকপ্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় মূল্যবান কতগুলো প্রাণ চলে যাওয়ার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। যেখানে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ এ ছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাদের শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে মোদি বলেছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরা ৫০ হাজার রুপি করে সহায়তা পাবেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!