ads

শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেপালে গেলে যে ৫ জায়গা ঘুরে দেখবেন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

মাউন্ট এভারেস্টের ঢাল হোক বা বুদ্ধের জন্মস্থানই হোক না কেন, নেপাল ভ্রমণের জন্য অনেক সুন্দর একটি জায়গা। দক্ষিণ এশিয়ায় চীন এবং ভারতের মধ্যবর্তী হিমালয়ের পর্বতমালার ধারে অবস্থিত এই দেশ। তুষারে ঢাকা পর্বতের থেকে শুরু করে উপক্রান্তীয় বা গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র পাহাড়ী বন ও এই দেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যও বিখ্যাত। নেপালের সংস্কৃতি অনেক বৈচিত্র্যময়। শতাব্দী প্রাচীন মন্দির এবং উপাসনালয়গুলোর রঙিন উৎসবের প্রাচুর্যের জন্যও জনপ্রিয় এই দেশ। নেপাল ঘুরে দেখার জন্য সেরা জায়গাগুলো হলো-

Shamol Bangla Ads

কাঠমান্ডু
কাঠমান্ডু নেপালের রাজধানী ও বৃহত্তম নগরী যেখানে প্রায় ৫০ লাখ মানুষ বসবাস করে। নেপাল ভ্রমণের জন্য প্রথমে কাঠমান্ডুতেই আসতে হবে। পাহাড়, বন, ঐতিহ্য, বানিজ্য এবং আরকিটেকচারাল নিদর্শনের জন্য কাঠমান্ডু একবার হলেও ভ্রমণ করা উচিত। কাঠমান্ডু শহরের পশ্চিম পাহাড়ের চূড়ায় স্বয়ম্ভূনাথ মন্দির অবস্থিত। অন্যদিকে থামেল হলো পর্যটকদের প্রাণকেন্দ্র। অজস্র হোটেল, সুভেনিয়ারের দোকান আর রেস্টুরেন্ট এখানের মূল আকর্ষণ।

অন্নপূর্ণা সার্কিট
নেপালের উত্তর-পশ্চিমে অবস্থিত অন্নপূর্ণা সার্কিট হাইকারদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এই ট্রেকটি চারটি অঞ্চলের ভিতরে দিয়ে গিয়েছে- লামজুং, মানাং, মুসতাং এবং মায়াগদি। এখানকার গ্রামের অধিবাসীরা অধিকাংশই পর্বতের ঢালে জুম চাষ করে। অন্নপূর্ণা পর্বতসারির পাশ দিয়ে চলে যাওয়া এই ট্রেকটি ট্রেকারদের জন্য স্বর্গও বলা হয়ে থাকে। তবে সাম্প্রতিক কালের অব্যহত সড়ক নির্মাণ এই ট্রেকের প্রাকৃতিক এবং নৈসর্গিক সৌন্দর্য ক্ষুন্ন করছে। পোখারার ঠিক পূর্ব দিক থেকে শুরু করে ট্রেকিং শেষ করতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। যদিও অনেক ট্রেকাররা জোমসম বিমানবন্দর থেকে নেমে বাকি অর্ধেক পথ হেঁটে যায়।

Shamol Bangla Ads

পোখরা
পোখরা নেপালের দ্বিতীয় বড় শহর যা কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পোখরা শহরকে নেপালের ভূস্বর্গ বা নেপালের রানি বলা হয়। এর শান্ত হ্রদ, সবুজ উপকূলীয়রেখা এবং পর্বতের জন্য পোখরা বিখ্যাত। পোখরা নেপালের উত্তর-পশ্চিম দিকে হওয়ায় এটি অন্নপূর্ণা সার্কিটের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। পোখারার তিনটি হ্রদের মধ্যে বৃহত্তম হ্রদ হলো ফেওয়া লেক। যার পাশেই রয়েছে অনেক বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ এবং সারিবদ্ধ দোকান।

খুম্বু
মাউন্ট এভারেস্টের পাশ দিয়ে উঠতে নেপালের দিকে যেতে যে পথটি রয়েছে সেখানেই অবস্থিত জনপ্রিয় এবং বিপজ্জনক খুম্বু তুষারপ্রপাত। খুম্বু তুষারপ্রপাতকে এভারেস্টের বুকে নদী বা হিমবাহ বলা যায়। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এ পথ সাধারণত রাতে বা ভোর বেলায় পার করে থাকে পর্বতারোহীরা। আলো কমে গেলে পর্বতারোহীরা চলাচলের জন্য হেলমেটে লাগানো হেডল্যাম্প ব্যবহার করে। বলাই বাহুল্য যে, অন্ধকারের বুক চিড়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতে এভাবেই পর্বতারোহীরা আহরণ করে থাকে।

নাগরকোট
ভ্রমণকারীদের মধ্যে যারা কঠোর শারীরিক পরিশ্রম ছাড়াই হিমালয়ের সৌন্দর্য এবং মহিমা উপভোগ করতে চান, তারা নাগারকোট পাহাড় এবং কাঠমান্ডু উপত্যকার সুদর্শনীয় দৃশ্য দেখতে পারেন। ভক্তপুরের উত্তর-পূর্বে একটি উঁচু পাহাড় অবস্থিত, যেখানে রয়েছে প্রায় ৪,৫০০ জন বাসিন্দার বাসস্থান। এই গ্রাম থেকে হিমালয়ের আটটি পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায়। নাগারকোটে সব রেঞ্জের বিভিন্ন আকর্ষণীয় হোটেল রয়েছে, যার মধ্যে অনেকগুলো হোটেলই নাগারকোট ভিউ টাওয়ারের হাঁটার দূরত্বের মধ্যেই আছে, যেখান থেকে হিমালয়ের উপরের সূর্যোদয় দেখা যায়। এই কারণেও নাগরকোট নেপালের অন্যতম সেরা জায়গার মধ্যে অন্যতম।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!