শান্তি কোথায় মোর তরে হায়
যদি না খুঁজে পাও,
অস্থিরতায় কাটাবে জীবন
স্বর্গেও যদি যাও।

নিজের আছে যা কিছু
তাতেই হও তুষ্ট
অন্যের সম্পদে নজর দিলে
লোকে বলবে তুমি দুষ্ট।
তাকিয়ে দেখো নিচের দিকে
যা আছে তাই নিয়ে খোঁজো সুখ,
উপরের দিকে তাকিয়ে থাকলে
ভরা পেটেও লাগবে ভোগ।

কর্মের গুণে স্বপ্ন দেখো
তবেই হবে সফল
অপরের কাছে প্রত্যাশা করলে
হবে তুমি বিফল।
মরীচিকার মিথ্যা মায়ায়
জীবন হবে ব্যর্থ
অসময়ে ফাঁকি দিবে
প্রাণ ভোমরার স্বার্থ।