ads

বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হুইপ আতিকের ব্যতিক্রমী উদ্যোগ ॥ কৃষক, শ্রমিক, দিনমজুর ও নারীরাও দেখলেন সংসদ ভবন

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১১, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপির ব্যতিক্রমী উদ্যোগের আওতায় এবার তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি শিক্ষক সমাজসহ কৃষক, শ্রমিক, দিনমজুর, ভ্যানচালক, নাপিত-ধোপা ও নারীরাও দেখলেন জাতীয় সংসদ ভবন। ১১ অক্টোবর বুধবার জেলা সদরে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা ও স্কুলপ্রধানগণসহ শিক্ষক সমাজের প্রতিনিধিদের রাজধানী ঢাকায় নিয়ে জাতীয় সংসদ ভবন ও পাশের এলাকা ঘুরে ঘুরে দেখান সদর আসনের টানা ৫ দফায় নির্বাচিত সংসদ সদস্য হুইপ আতিক।

Shamol Bangla Ads

একইভাবে হুইপ আতিক রবিবার শহর আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের টিমকে সংসদ ভবন দেখান। ফলে মহিলা আওয়ামী লীগের তৃণমূলের নেত্রীরাও নিজ চোখে সংসদ ভবন দেখার সুযোগ পান। সোমবার জেলা ছাত্রলীগ ও রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের টিমকে সংসদ ভবন দেখানো হয়। তারই ধারাবাহিকতায় ব্যতিক্রম ছিল মঙ্গলবার কৃষক, শ্রমিক, দিনমজুর, ভ্যানচালক, নাপিত-ধোপাসহ নিম্নবিত্তের মানুষদের সংসদ ভবন দেখানো। তাদের মধ্যে অনেকেরই জীবনে রাজধানী ঢাকা দেখা হয়নি। ফলে সরাসরি উপস্থিত থেকে জাতীয় সংসদ ভবনের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা দেখতে পেয়ে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

হুইপ আতিকের একান্ত সহকারী মো. মনিরুজ্জামান বুধবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, গত ১৭ সেপ্টেম্বর থেকে হুইপ আতিউর রহমান আতিকের ওই ব্যতিক্রমী উদ্যোগের আওতায় ইতোমধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও শহর আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শিক্ষক সমাজসহ নিম্নবিত্তের লোকজন সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় সংসদ ভবন দেখানোর মধ্য দিয়ে ওই কর্মসূচি শেষ হবে। তিনি আরও জানান, প্রতিদিন ১৩০ থেকে ১৬০ জন লোক হুইপ আতিউর রহমান আতিকের আমন্ত্রণে সংসদ ভবন দেখতে আসছেন। এরপর তিনি স্বয়ং তাদের নিয়ে সংসদ ভবনসহ হাউজ, সংসদ নেতা, স্পিকার, উপনেতা, বিরোধীদলীয় নেতার অফিস, চীফ হুইপের অফিস, সংসদীয় কমিটির অফিস, তার নিজের অফিস ও ভবনে থাকা গ্রন্থাগারসহ সংসদ ভবনের চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এরপর সংসদ ভবনের ক্যান্টিনে দুপুরে বিশেষ খাবারের পর তাদের হাতে সংসদ ভবন ও নিজের ছবিখচিত গেঞ্জি ও মগ হাতে তুলে দিচ্ছেন।

Shamol Bangla Ads

এদিকে জাতীয় সংসদ ভবন দেখার বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের দিনমজুর রফিক মিয়া বলেন, এমপিদের সংসদ ভবন নিজের চোখে দেখবার পামু, এমনটা জীবনেও ভাবি নাই। আইজ আমগো এমপি আতিকের দাওয়াতে আল্লাহ তা দেহাইল। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হুইপ আতিকের দীর্ঘায়ু কামনা করেন। আর কামারিয়া এলাকার কৃষক সুলতান আলী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এমপিরা কুনো বইয়া মিটিং করে হেইডা জানতাম না। এইবার আমগো পোলা আতিকের ডাক পাইয়া নিজে দেইখা গেলাম। এইডা কয়জনের ভাগ্যে জুটে।

হুইপ আতিকের ব্যতিক্রমী উদ্যোগে তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি শিক্ষক সমাজসহ নিম্নবিত্তের মানুষদের সংসদ ভবন দেখানোর বিষয়ে শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বুধবার শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, সত্যিকার অর্থেই তিনি মাটি ও মানুষের নেতা। তাই তিনি উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তের মানুষকেও ভালোবাসেন। ফলে তার সুদূরপ্রসারী পরিকল্পনার আওতায় তারাও জাতীয় সংসদ ভবন দেখার সুযোগ পাচ্ছেন। তাদের মতে, বাংলাদেশে সম্ভবত এটাই প্রথম কোন ব্যতিক্রমী উদ্যোগ।

একই কথা জানান আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজন, শেরপুর মডেল গার্লস কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান তপন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। তারা বলেন, আসলেই হুইপ আতিক স্বপ্ন বাস্তবায়নে অনন্য ও ব্যতিক্রমী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!