ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, স্কেল আপগ্রেডেশন, আন্ত:পদসৃজন, পদোন্নতি, ক্যাডার বৈষম্য নিরসন সহ ন্যায্য দাবীসমূহ বাস্তবায়নের দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে শেরপুর জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশীদ।
অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি অধ্যাপক আলিফউল্লাহ আহসানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ, কেন্দ্রিয় নেতা কাজী হাছানুজ্জামান প্রমুখ।
ওইসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।