শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে যারাই ক্ষমতায় এসেছে, তারা বন্ধুকের নলের আগায় ক্ষমতায় এসেছে। ১৯৯১ সালের পর জননেত্রী শেখ হাসিনা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এখন ভিসা নীতির ভয় দেখানো হচ্ছে। এ ভয় দেখিয়ে লাভ নাই। ভিসা নীতিতে আমরা ভয় পাই না। বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আরও ঐক্যবদ্ধ।

তিনি ২৫ সেপ্টেম্বর সোমবার রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহরের নিউমার্কেটস্থ তার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওইসব কথা বলেন।
তিনি বলেন, শেরপুর জেলা আওয়ামী লীগ আগের চেয়ে এখন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ। নৌকার স্বার্থে আমরা সবাই এক। আমাদের মধ্যে কোন বিরোধ নেই।

মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, শামছুন্নাহার কামাল, দেবাশীষ ভট্টাচার্য, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান, আসাদুজ্জামান দুলালসহ আরও অনেকে।