শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ মিস্টার (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিস্টার উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের কালু গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ নলকুড়া ইউনিয়নের রাংটিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে অভিযান পরিচালনা করে।
ওইসময় ২৪ বোতল ভারতীয় মদসহ মিস্টারকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিস্টার দীর্ঘদিন থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে যুক্ত বলে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত আসামি মিস্টারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরেরপর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।