শেরপুরে ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির কোন বিকল্প নেই।’ ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে আয়োজিত জেলা ছাত্রলীগের এক কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতারা ওই কথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইমরান জমাদ্দার ও ইরফানুল হাই সৌরভ, আপ্যায়ন সম্পাদক শেখ মো. তুনান, উপ-অর্থ বিষয়ক সম্পাদক হৃদয় হাসান সোহাগ, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান কিরণ প্রমুখ।
কর্মীসভায় স্থানীয় ছাত্রলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক সিনিয়র সহ-সভাপতি বর্ষণ কারুয়া, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান ও সোহেল রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদ আল প্রত্যয় ও শাহিদুর রহমান শাহিন, সাবেক সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ ও নয়ন তালুকদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রূপক, সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা আগামী একমাসের মধ্যে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা দেওয়া হবে বলে জানান। এছাড়া জেলা কমিটির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নকলা ও সদর ব্যতীত অপর ৩টি উপজেলা ও শহর ছাত্রলীগের কমিটি গঠিত হবে।
এদিকে জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা কেন্দ্রসহ জেলা পর্যায়ে ব্যাপক লবিং চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে গত জুলাই মাসে ১১৩ জন প্রার্থী কেন্দ্রে তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাদের মধ্য থেকেই নতুন কমিটি উপহার দেওয়া হবে বলে দলীয় সূত্র জানায়।