২০২৩-২৪ অর্থবছরের আওতায় খরিপ-২ মৌসুমে ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে মাশকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ওই প্রণোদনা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন।
এদিন ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি মাশকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উল্লেখ্য, চলতি অর্থবছরে জেলায় ৫০ হেক্টর জমিতে মাশকলাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।