‘সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে উপজেলা প্রশাসন ওইসবের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
আরও বক্তব্য দেন পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আনোয়ার মহব্বত, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।