শেরপুরের সদ্য প্রয়াত শিল্পী মুজিবর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরয়িা লিটন। ওই সময় তিনি বলেন, মজিবর রহমান ছিলেন শেরপুরের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পী, ও সঙ্গীতশিল্পী ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গণ একজন শক্তিমান শিল্পীকে হারিয়েছে।
জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা উদীচির সভাপতি অধ্যাপক তপন সারোয়ার, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সঞ্চিতা হোড় দীপু, শিল্পী দেবাশীষ দে মিলন প্রমুখ।

অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং তার স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। চিত্র শিল্পী শাহিন এর হাতের রঙতুলিতে আকা মজিবুর রহমান এর একটি ছবি তার সহধর্মিণী লাভলী পারভীনের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া শোক বই এ উপস্থিত সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সংগঠকবৃন্দ শিল্পী মজিবর রহমান সম্পর্কে বিভিন্ন মন্তব্য লিখেন।