মহান শিক্ষা দিবস উপলক্ষে শেরপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল সমর্থিত জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের পৌর অডিটরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী।
জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম নিশানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, সাবেক সাধারন সম্পাদক বিপ্লব দে লব, সহ-সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, শহর জাসদের সভাপতি আসাদুজ্জামান লায়ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন আকন্দ।

অনুষ্ঠনে জেলা, উপজেলা ও শহর জাসদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।