ভারতকে হারিয়েই এশিয়া কাপ মিশন শেষ করে বাংলাদেশ দল। এমন জয়ের পরই দেশের বিমান ধরেন টাইগাররা। ১৬ সেপ্টেম্বর শনিবার ঢাকায় এসে পৌঁছায় সাকিব বাহিনী।
এশিয়া কাপে ৫ ম্যাচ খেলে ২টি জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ।
চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে সাকিবের দল।
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২১ হারে বাংলাদেশ। ২ ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগাররা। সুপার ফোরে শেষ ম্যাচে জয় দিয়ে এশিয়া কাপ মিশন শেষ করে বাংলাদেশ দল। সুপা ফোরে ৩ ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পায় বাংলাদেশ।