আয় আয় টুসি-মৌসি
থালার দুধভাত খাবে না খোকা,
তারাতাড়ি খেয়ে যা
দিচ্ছি না তো ধোঁকা।

টুসি-মৌসি দু’বোন বিড়াল ছানা
আড়ি তাদের-দুধভাত খাবে না পাতিল ছাড়া,
ছাড়া ভাত খাবে কেনো খোকার
খোকা যদি ঘরের হয়, পর কি তারা?
কি আর করার-খোকার মা পাতিলের দুধে দিলো ভাত
টুসি-মৌসি লোফে খেলো,
খোকার মনেও হিংসা নেই
সবাই যেনো একসাথে মিলে গেলো।
(২৯.০৩.২৩ইং)