ads

শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরিয়ান-সুহানা তারকাখ্যাতি দেখেছে, ছোট ছেলেকে প্রমাণ দিতেই চ্যালেঞ্জ নিয়েছিলাম : শাহরুখ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ

বক্স অফিসের বাদশাহ শাহরুখ। তাঁর স্টারডম নিয়ে প্রশ্ন তোলার সাহস কার আছে! ৫৭ বছর বয়সে এসে ৯ মাসের মধ্যে পরপর দুটো ব্লকবাস্টার হিট দেওয়ার ক্ষমতা হয়তো শুধু শাহরুখ খানেরই আছে। যার সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য এখনো ভারতের আট থেকে আশি রাত জাগে। সেই বলিউড বাদশাহকে কিনা তাঁর বড় ছেলে বলেছিল, ‘ছোট ছেলে আব্রামের কাছে নিজের তারকাখ্যাতি প্রমাণ করতেই হবে!

Shamol Bangla Ads

গতকাল শুক্রবার ‘জওয়ান’-এর সাফল্যের পর আয়োজিত প্রেস কনফারেন্সে পুত্র আরিয়ান খানের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় পরামর্শ নিয়ে কথা বলেন শাহরুখ। তিনি জানালেন, আরিয়ান তাঁকে এমন কিছু বলেছিল, যা বদলে দিয়েছিল সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি। ‘পাঠান’ আর ‘জওয়ান’ মুক্তির আগে লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। শাহরুখ এদিন জানান, তিন বছর পর সেটে ফেরা নিয়ে একটা দ্বিধা কাজ করছিল তাঁর মনে। সেই সময় বাবার মনোবল বাড়াতে এগিয়ে এসেছিল আরিয়ানই।

শাহরুখের কথায়, ‘আরিয়ান এসে আমাকে বলে, বড় হওয়ার সময় আমি দেখেছি তোমাকে নিয়ে মাতামাতি। মেয়ে সুহানা এসে বলে, আমিও বড় হওয়ার সময় দেখেছি তারকা শাহরুখকে নিয়ে মানুষের উচ্ছ্বাস। তবে ছোট আব্রাম জানে তুমি স্টার। কিন্তু নিজে সেটা কোনো দিন অনুভব করেনি। তোমাকে অন্তত ওর জন্য পাঁচটা সিনেমায় আরও কঠোর পরিশ্রম করতে হবে। হিট দিতে হবে, যাতে আব্রামও অনুভব করতে পারে আমাদের মতো তোমার স্টারডম।’

Shamol Bangla Ads

ছেলের কাছ থেকে আসা এই মহামূল্যবান পরামর্শ ভাগ করার পাশাপাশি শাহরুখ পরবর্তী সিনেমা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ মুক্তিরও আভাস দিয়েছেন। বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ‘পাঠান’ সাফল্য পায়, ‘জওয়ান’ সাফল্য পাচ্ছে। ২৬ জানুয়ারি আমরা ‘পাঠান’ এনেছিলাম, জন্মাষ্টমীর শুভ দিনে এনেছিলাম ‘জওয়ান’। আর নতুন বছর আসছে, বড়দিন আসছে, সেই সময় আমরা নিয়ে আসতে পারব ‘ডাঙ্কি’। আর ভক্তদের ওপর আমার পুরো ভরসা আছে। এমনিতেই আমার ছবি আসা মানেই তো ঈদ।’

ডাঙ্কি পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এ ছাড়া দেখা যাবে ভিকি কৌশলকেও। এদিকে ৯ দিনে ভারতের বক্স অফিসে প্রায় ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। আর বিশ্ববাজারে আয়ের অঙ্ক ছাড়িয়ে গেছে ৭০০ কোটি রুপির ঘর।

error: কপি হবে না!