‘দেখছো কেমন ? চলছে কেমন’ ?
দাদি বলেন, বিয়ের পরে নাতনীরে,
নাতনী বলে, ‘দিনের বেলায় ঘুমে থাকে
রাতে থাকেন গোডাউনের পহরে
ছুটির দিনে তিনি কাটান পাশের পাড়ার মাজারে’।

দাদি বলেন, ‘কেমন কথা! সর্বনাশা
তোর কপালে চাইছি তাই?
সুন্দর দেখে, স্বচ্ছল দেখে
বিয়ে দিলাম ফুর্তি করে
এছাড়া ঘর যে নাই’।
নাতনী কয়,‘ চেহারা দেখে বিয়ে দিলে
খোঁজ নিলে না কেনো ? কার্যত সে মাকাল-সুন্দর আলী,
বউয়ের দিকে নজর নাই
গাঁজায়-জুয়ায় জুড়ি নাই
ঘরে একা নিরব কেঁদে নিত্য কষ্টের সুর তুলি’।

দাদির চোখে পানি আসে, বলেন; ‘আর দেবো না
যেতে তোরে , বলবো কথা সবার সাথে,
যার পর নাই ভুল করেছি
সুখের আশায় কপাল পুড়েছি
এমন ভুল হয় না যেনো দুনিয়াতে।
(৩০/০৩/২৩ ইং দিবা)