ads

বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘দুটি কবিতা: এপ্রিল ফুল’

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ

১। এই মাত্র খবর শোনলাম চায়ের দোকানে
ও পাড়ার বুড়ো দাদুর কাল হবে বিয়ে,
রাজধানীর একটনি এক লেডি দিয়ে।

Shamol Bangla Ads

এই না শোনে ফুপি বলেন, তার ঘাটের মরা শ^শুরও
বউ না থাকায় বিয়ের পিঁড়িতে বসছেন,
এ নিয়ে ফোকলা দাঁতের মানুষগুলোও রীতিমতো হাসছেন।

ঋণগ্রস্ত বেকার যুবক খুশির তালে ছড়ায় :
ডিভির লটারীতে পেয়েছে এবার চান্স,
থাকবে না অভাব-রাতারাতি হয়ে যাবে চ্যাঞ্জ।

Shamol Bangla Ads

বুয়া জানালো খুশির চোটে
খোয়াড়ে পালের মর্দা হাঁস পেরেছে দুই দুইটি ডিম,
খোকন সোনা নিচ্ছে কোথাও যুদ্ধে যাবার থিম।

পাশের বাড়ির ময়না এসে জানায়:
জি¦ন ধরেছে ঘরের কোনে কাঁদছে কেমন পেজুর বউ,
ভয়ের চুটে তার কাছে যাচ্ছে না তো কেউ।

খবর এলো ইসলি বিলে
বোয়াল মাছে পেটে ধরেছে তিনটি-তিনটি সাপ,
কেমন কথা, চাঁনের পোলা চিনছে তার বাপ।

খোকা জানায় দৌঁড়ে এসে:
রংধনু ঘুড়ির পিঠে উড়ে এসেছে মস্তবড় সাপ,
ও পাড়াতে চালে উঠে মরেছে মানুষ -টিনে হালকা ছিল তাপ।

অবাক যতো খবর শোনে
খোদ পাড়াতে ভেলকি লেগে চলছে হৈ-চৈ,
আরও শোনি বৃষ্টির সাথে আকাশ থেকে পড়ছে নাকি কৈই।

এবার তন্দ্রা ভেঙ্গে খুলেন মুখ তল্লাটের পন্ডিত মহাশয়
বলেন; আজ হলো ১ এপ্রিল- দিতে হয় বোকার জালে গোল,
আজব কথা শোনছো যতো – বুঝছো না তো- এটাই ‘এপ্রিল ফুল’।
(০১/০৩/২৩ ইং)
২. বছরজুড়ে দিবস আছে,
একের পর একের পিছে।
কখনো আবার আসে দিবস ভিড়,
দুয়েই নয়, তিনেও হয় নানা কর্মসূচীর।
এক যে দিবস আছে বিশ^জুড়ে,
বোকা বানায় যারে-তারে।
বাংলাদেশে এ নিয়ে আছে মিথ,
মুসলমানের ট্র্যাজেডি নয়, হয় কেনো চিৎ।
এ দিবসের উৎপত্তিটা ফ্রান্সে,
জুলিয়ান ক্যালেন্ডার ভার্সে।
তবে বোকা-ধোকা যাই হোক ক্ষনের,
খোরাক যোগায় হাস্যরস ও আনন্দের।
এ দিবসটিই এপ্রিল ফুল,
বোকার জালে যতো পার দাও গোল।
(০১/০৪/২৩ ইং)

error: কপি হবে না!