ads

মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাশিয়ায় ফসলের ক্ষেতে নেমে গেল বিমান, প্রাণে বাঁচল দেড় শতাধিক যাত্রী

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ

রাশিয়ায় ১৬১ জন আরোহী নিয়ে একটি শস্যক্ষেতে জরুরি অবতরণ করেছে একটি বিমান। রাশিয়ার উরাল এয়ারলাইনসের বিমানটি দেশটির সোচি শহর থেকে ওমস্কে যাচ্ছিল এবং মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ার পর পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে এটি জরুরি অবতরণ করে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। তবে একাধিক সংবাদ সস্থার বরাত দিয়ে রয়টার্স বলেছে, আরোহী ছিলেন ১৫৯ জন।

Shamol Bangla Ads

আবার রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট গণমাধ্যমকে বলেছে, ১৫৯ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন বিমানটিতে। রাশিয়ার উরাল এয়ারলাইনসের একটি বিমান ১৬১ জন আরোহী নিয়ে সোচি থেকে ওমস্কের দিকে যাওয়ার সময় পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে জরুরি অবতরণ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো আহত হওয়ার কোনো খবর বা জরুরি অবতরণের কারণও জানা যায়নি। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটিতে ১৫৯ জন আরোহী ছিলেন।

এর আগে আরেক বার্তা সংস্থা তাস জানায়, জরুরি অবতরণ করা বিমানটিতে আরোহীর সংখ্যা ছিল ১৫৬ জন। জানা গেছে, সোচি থেকে ওমস্ক যাওয়ার পথে এয়ারবাস এ৩২০ মডেলের একটি বিমান মঙ্গলবার সকালে মাঝ আকাশে থাকা অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করে এবং সেটিকে নোভোসিবিরস্কের একটি এয়ারফিল্ডে অবতরণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিমানটি সেখানেও পৌঁছতে ব্যর্থ হয় বলে জরুরি পরিষেবাগুলো রাশিয়ান মিডিয়াকে জানিয়েছে। পরে বিমানটি নোভোসিবিরস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮০ কিলোমিটার দূরে একটি মাঠে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

Shamol Bangla Ads

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হাইড্রলিক্সের ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আরটি বলেছে, উরাল এয়ারলাইনসের এই ফ্লাইটে ২৩ শিশুসহ ১৭০ জন লোক ছিল। প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জরুরি অবতরণের ঘটনায় যাত্রী বা ক্রুদের কেউই গুরুতর আহত হননি। কর্তৃপক্ষ বলেছে, বিমানটি অবতরণ করার পর প্লেনের বডিতে কোনো ফাটল বা ভাঙন দেখা দেয়নি এবং আগুনও ধরে যায়নি। শস্যক্ষেতে অবতরণের পর জরুরি স্লাইড ব্যবহার করে সবাই নিরাপদে বিমানটি থেকে বাইরে বেরিয়ে আসেন।

রুশ এই সংবাদমাধ্যমটি বলছে, একাধিক টেলিগ্রাম চ্যানেল ঘটনাস্থল থেকে ওই বিমানের ছবি শেয়ার করেছে। এসব ছবিতে অবতরণের পর ঘটনাস্থলে প্রথম উপস্থিত হওয়া কয়েকজন ব্যক্তিকে বেষ্টিত অবস্থায় শস্যক্ষেতের মধ্যে জরুরি নির্গমনের স্লাইডসহ বিমানটিকে দেখা যাচ্ছে। ছবিতে যাত্রীদের একটি দলকেও কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!