চাঁদ উঠেছে গগনে,
ফুল ফুটেছে বাগানে।
নাচছে খুকি উঠোনে,
পেট ভরেছে ভোজনে।
বউ সেজেছে বিয়েতে,
হাসছে নায়ক ছবিতে।
লাউ ধরেছে জাংলায়,
রঙ পড়েছে কলায়।
ক্ষেত পেকেছে ধানে,
আনন্দ দুলছে প্রাণে।
বইছে বাতাস হৃদয়ে,
কাটছে ভোর সূর্যটা উদয়ে।
ফিঙ্গে নাচে-দোয়েল লাফায়,
কোকিল ডাকে খোলা গলায়।
কলকলিয়ে বইছে কতো নদী,
পদ্মাায় আনছে দেশের নতুন গতি।
নেই ভেদাবেদ ধর্ম-কর্মে,
সম্প্রীতিতে আছে মিলে ফর্মে।
ডিজিটাল বাংলা এখন স্মার্ট,
সব ক্ষেত্রেই মিলছে ফিটফাট।
দেশ গিয়েছে এগিয়ে,
শেখ হাসিনার হাত দিয়ে।
গাইছে গায়ক দোতারায়,
দেখছি সবই সোনার বাংলায়।
(১.০৪.২৩ইং)