শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। ২৬ জুলাই বুধবার উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভায় মুঠোফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ, বিনা ধান গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ, সরকারি নাজমুল স্মৃতি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা জিন্নাহ, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা প্রমুখ।

আলোচনা শেষে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার ২৮ টি স্টল ঘুরে দেখেন। আগামী শুক্রবার বিকেলে ৩দিনব্যাপী ওই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।