ময়মনসিংহের ফুলপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। ৩ জুলাই সোমবার ঢাকা-শেরপুর মহাসড়কের মোকামিয়া নামক স্থানে শেরপুরগামী সোনার মদিনা পরিবহনের সামনে থাকা সিএনজিকে সাইড দিতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাছান রাজা (৩০)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নামছিট পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি মদিনা পরিবহনের হেলপার ছিলেন বলে জানা গেছে।
ফুলপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে সোনার মদিনা পরিবহনের ওই বাসটি প্রায় ৫০-৬০ জন যাত্রী নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থাকা দুটো সিএনজিকে সাইড দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় হেলপার হাছান রাজার।
এ ঘটনায় আহত হয়েছে ৪০ জন বাসের যাত্রী। আহতদের মধ্যে রয়েছেন রায়হান (২৮), লিমন (১০), শান্তি বেগম (৫২), আলিমুর রহমান (৪৫), মিথিলা (২৫), শফিকুর রহমান (৪০), হাফসা (১১), সুমন মিয়া (৪০), জরিনা খাতুন (৩২), উম্মে হানি (৩২), আবু রায়হান (২৩), হযরত আলী (৩২), সম্ভু সরকার (৪৩), মাখন মিয়া (৬৬), সালমা আক্তার (৪১), রোজিনা খাতুন (৩০), মরিয়ম আক্তার (৩২)। এ রিপোর্ট লিখা পর্যন্ত আহতরা চিকিৎসা নিতে ফুলপুর জরুরি বিভাগে ভর্তির চেষ্টা করছেন।
ফুলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিক্যাল অফিসার তানজিল জান্নাত জানান, ১ জন ঘটনাস্থলেই মারা গেছেন।আহতদের মধ্যে রায়হান (২৮ ), শান্তি বেগম (৫২)-এর অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়াও গুরুতর ১০-১২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ফুলপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।