বলিউডে নিজের অভিনয়ের কারিশমা দেখানোর পর এবার হলিউড বিজয় করতে যাচ্ছেন আলিয়া ভাট। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে তার। আর এবার প্রকাশ্যে এলো অ্যাকশনে ভরপুর ওই সিনেমার ট্রেলার। ১৮ জুন রবিবার সকালে নতুন ওই সিনেমাটির ট্রেলারটি প্রকাশ্যে আসতেই যেন প্রশংসায় ভেসে যাচ্ছেন আলিয়া। ২ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ট্রেলারটি ছিল উত্তেজনায় ভরপুর।
জানা যায়, সিনেমায় হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদোতকে দেখা যাবে একজন এজেন্টের ভূমিকায় । যার চরিত্রের নাম রাসেল স্টোন। তিনি একটি বিশ্ব শান্তি বজায় রাখে এমন সংস্থার এজেন্ট। বর্তমানে তিনি একটি অত্যন্ত জরুরি এবং একই সঙ্গে ভয়াবহ জিনিস দ্য হার্টের দায়িত্বে আছেন। এই প্রজেক্টের ইনচার্জ তিনি।
অন্যদিকে এই সিনেমায় কেয়া ধাওয়ানের চরিত্রে অভিনয় করবেন আলিয়া। বলিউডের মিষ্টি, রোমান্টিক এবং একই সঙ্গে দাপুটে অভিনেত্রী এখানে এই প্রথমবার নেতিবাচক চরিত্রে ধরা দেবেন। হ্যাঁ, তিনি এই সিনেমার খলনায়িকা। তিনি বিশ্বশান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছেন। আর তার জন্যই শুরু হবে যে সমস্ত গন্ডগোল সেটা ট্রেলার দেখে স্পষ্ট।