শেরপুরের নকলায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
১৯ জুন সোমবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ওই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী প্রমুখ। ওইসময় উপজেলা আওয়মা লীগের নেতৃবৃন্দ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মীসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, প্রণোদনার আওতায় উপজেলার ১ হাজার ২শ কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে।