শেরপুরের নকলায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নকলা প্রেসক্লাব। ১৭ জুন শনিবার সকালে নকলা প্রেসক্লাবের আয়োজনে পুরাতন হলচত্বর মোড়ে ওই মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী, দৈনিক আজকের পত্রিকা ও শ্যামলবাংলা টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি হারুনুর রশিদ, বিজয় টিভির প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রের প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি তাসনিমুল হাসান নির্ভীক প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সাংবাদিকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে নকলা অসহায় সহায়তা সংস্থার (স্থানীয় সংগঠন) সভাপতি শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নাদিম মারাত্মকভাবে আহত হন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরদিন বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিম মারা যান।