শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সংসদ উপনেতা ও স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর বরাদ্দের সোলার প্যানেল চুরি করার অপরাধে চুরির মালামালসহ সাহাজুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ১২ জুন সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেফতার সাহাজুল বগুড়া জেলার সদর থানার শেখেরকুড়া গ্রামের দুদু প্রামানিকের ছেলে। সাহাজুল নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজারের রফিকুল ইসলামের মেয়ের জামাই। সে শ্বশুরবাড়িতে বসবাস করে একটি সোলার কোম্পানীতে চাকুরি করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের উপনেতা ও স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকায় (নকলা-নালিতাবাড়ী) গ্রামের বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তার মোড়ে সোলার প্যানেলের মাধ্যমে সড়কবাতি দিয়েছেন। তবে একটি চক্র দীর্ঘদিন ধরে সোলার প্যানেল, মেশিন, ব্যাটারি, কন্ট্রোলার চুরি করে করে আসছে। পরে গতকাল সোমবার নালিতাবাড়ী উপজেলার কালাকুমা আব্দুল খালেক মিনি স্টেডিয়ামের সোলার এর ব্যাটারি ও কন্ট্রোলার চুরি হয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে চুরি যাওয়া মালামালসহ সাহাজুলকে আটক করে। এসময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
পরে রাতে আকাশ সোলার প্রকল্পের সুপারভাইজার সোহেল রানা বাদী হয়ে সাহাজুলের বিরুদ্ধে থানায় একটি মামলা করে। পুলিশ সাহাজুলকে মঙ্গলবার শেরপুর আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করেছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃত সাহাজুলকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে৷