অতএব চুকিয়ে ফেলো
জীবনের সকল হিসেব-নিকেষ, চাওয়া-পাওয়া,
বাকি রেখো না কাছে টানা-পেলব ছোঁয়া,
তৃষ্ণার্ত অন্তর-মন ছাপিয়ে হারিয়ে যাওয়া।
যদিই ভুলেই যাবে
কষ্টের নদী, মরা গাঙ্গের স্মৃতি,
সন্দেহের গেরাটোপে গুটিয়ে নেয়ার অনুযোগ
ভুলো তবে অসত্য আর আবেগ-উৎকন্ঠার স্তুুতি।
অন্তরে চেপে রেখো না দীর্ঘশ^াস
দাবি রেখো না হৃদয়ের অপরিশোধিত যতো ঋণ,
আর দাফনকালে নয়, বরং এখনই বলো:
লোকটি ভালো-আলাভোলা তার মন।
(২৯/০৩/২৩ ইং দিবা)