ads

বুধবার , ৭ জুন ২০২৩ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
 1. ENGLISH
 2. অনিয়ম-দুর্নীতি
 3. আইন-আদালত
 4. আন্তর্জাতিক
 5. আমাদের ব্লগ
 6. ইতিহাস ও ঐতিহ্য
 7. ইসলাম
 8. উন্নয়ন-অগ্রগতি
 9. এক্সক্লুসিভ
 10. কৃষি ও কৃষক
 11. ক্রাইম
 12. খেলাধুলা
 13. খেলার খবর
 14. চাকরির খবর
 15. জাতীয় সংবাদ

১০ দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ

মাত্র ১০ দিনের ব্যবধানে দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৮ হাজার ৪৪৪ টাকায়, যা এতদিন ছিল ৯৬ হাজার ৬৯৫ টাকা। বুধবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

Shamol Bangla Ads

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এ কারণে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। দেশের বাজারে এর আগে গত ২৮ মে স্বর্ণের দাম কিছুটা কমে। এরপর মাত্র ১০ দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়লো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা। ফলে এ মানের প্রতি ভরি স্বর্ণ ৯৩ হাজার ৯৬৪ টাকা দরে বিক্রি হবে। এতদিন ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ছিল ৯২ হাজার ৩২১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪০০ টাকা বেড়ে ৮০ হাজার ৫৪০ টাকা হয়েছে। এতদিন এ মানের স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ৭৯ হাজার ১৪০ টাকায়।

Shamol Bangla Ads

সনাতনি স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা। এতদিন সনাতনি স্বর্ণের ভরি ৬৫ হাজার ৯৬০ টাকায় কেনা গেলেও এখন এ মানের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ৬৭ হাজার ১২৬ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতনি রুপা ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!