শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ খোরশেদুজ্জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (৬ জুন)। ২০২১ সালের এই দিনে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামের নিজ বাড়িতে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়।
তার একমাত্র ছেলে ইমরানুজ্জামান সজীব বিষয়টি নিশ্চিত করে দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রতি মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া কামনা করেছেন।