যখন যুদ্ধবিধ্বস্ততায় দুর্ভিক্ষ
ওরা হেনরি কিসিঞ্জারের লেখনীতে বলায়-
‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি,
বাসন্তী ও দুর্গতির লজ্জা নিবারণের নামে পড়ায়
জেলেপল্লীর জালের শাড়ি।
সেই গল্পকে পুঁজি করে
বিশ^ গণমাধ্যমে ছড়িয়ে ওরা ফায়দা লুটে
ঘুরায় নিজেদের রাজনৈতিক ভাগ্যের চাকা,
দুর্গতি পাড়ি জমায় পাশের দেশে
বাসন্তী কাটিয়েছে নিদারুণ কষ্টে একা।
সেই শত্রুদের দুর্নিবার প্রপাগান্ডার পরও
তাদের মুখে ছাই দিয়ে দেশ আজ অনন্য উচ্চতায়
ক্ষুধা-দারিদ্রমুক্ত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বলিয়ান,
বাসন্তী রয়েছে দেশরত্ম‘র ছায়ায়
শত্রুরা হয়েছে কুপোকাত মুখ লুকিয়ে ¤্রয়িমান।
০৩/০৩/২৩ ইং।