শেরপুরের নকলায় বিস্ফোরক মামলায় মোকছেদুল হক শিবলু (৫২) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ২৮ মে রবিবার রাতে চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
শিবলু চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের সিরাজুল হক ওরফে বাজু মিয়ার ছেলে। শিবলু জেলা বিএনপি’র সদস্য এবং চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ জানান, চলতি বছরের ১৬ জানুয়ারি নকলার থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে নকলা থানায় একটি মামলা করেন। সেই মামলায় শিবলু সন্ধিগ্ধ আসামী ছিলেন।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-2-scaled.jpg)
শিবলুকে ২৯ মে সোমবার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif.pagespeed.ce.zncBWSXmwh.gif)