আমি চোখের জলে ফোটাতে চাই একটি কনক পদ্ম
হেসেলের ধোঁয়াটে জীবনের মতন
বিষণœ ভায়োলিন ব্যথা সেরে নিতে চাই
একটি বিশ্বস্ত প্রেমে হয়ে আত্মলীন।
একটি অনাড়ম্বর সৌন্দর্য আমার চিত্তে
দিয়েছিলো এক সম্মোহনী মুগ্ধতার জন্ম
তাকেই আমি নিভৃতে ফোটাতে চাই
থেকে নির্বাক আকাশের মতো মৌন।
আমি একটি নিঃশব্দ অস্তিত্বকে
নিঃসীম শূন্যতার মাঝে ক্ষ্যাপার মতো খুঁজে ফিরি
যেন টইটুম্বুর অস্থিরতায়
সুধা সংকেতে হারিয়ে যাওয়া নদী।
আমি স্বর্গভ্রষ্ট আদমের আর্তনাদ কিংবা আত্মোদম্ভ
যন্ত্রণার প্রসবান্তে পেতে চাই অভিসার
ধৈর্যের মাঝে কাঁপন রেখে
কোরক মেলতে না পারা ভাষার।
আমি অনাবিল বিশ্বাসের
আলোময় একটি চোখ চাই,
যার মাধবী স্বর্ণলতা লাবণ্য
এনে দেবে হৃদয়ের জুঁইতল আশ্রয়।