প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আপনাদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। এটি মনে করলে চলবে না যে আইনশঙ্খলা বাহিনী মানেই সরকারের বাহিনী বা সরকারি দলের বাহিনী। তারা সরকারিভাবে রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন। ২৮ মে রবিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘ভোটাররা কাকে ভোট দেবেন, কে জিতবে বা হারবে সেটি আমাদের বিষয় নয়। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার যে দায়িত্ব সেটি পালনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
তিনি বলেন, ‘যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটি তাদের মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলার যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে তার দায়দায়িত্ব তাদের নিতে হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।