শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ২৩ মে মঙ্গলবার রাতে পৌরশহরের ছিটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পৌরশহরের ছিটপাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মেহেদী হাসান মাসুম (৩২) ওরফে বিগম্যান ও একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩৬)।
জানা যায়, গ্রেফতারকৃত বিগম্যান ও ফিরোজ দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। এতে বিগম্যানের বিরুদ্ধে ১৫ টি এবং ফিরোজের বিরুদ্ধে ৭ টি মাদক মামলাও রয়েছে৷ পরে গত মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে পৌরশহরের ছিটপাড়া এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ বিগম্যানকে এবং ২৫ পিস ইয়াবাসহ ফিরোজকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।