স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। ২২ মে সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিস ওই শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ। শোভাযাত্রা শেষে ভূমি সেবার মানোন্নয়ন ও সহজীকরণ বিষয়ে ভূমি অফিস চত্বরে আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। ওই সময় উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কমর্চারী এবং সেবা প্রার্থীগণ উপস্থিত ছিলেন।