শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের উদ্যোগে সম্প্রসারণ মাঠ সফর-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলরুমে ওই মাঠ সফরের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ হাম্মাদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা: দিলরুবা আকতার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মুহাম্মদ মারুফ হাসান প্রমুখ।
উল্লেখ্য, ৬দিনব্যাপী কৃষি অনুষদের সম্প্রসারণ শিক্ষা বিভাগে মাঠ সফরে বি.এসসি.এজি.অনার্স (লেভেল-৪ সেমিস্টার-১ এ সফরে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সফরে উপজেলা পরিষদের সকল দপ্তরের সেবা প্রদানের পদ্ধতি ও উপজেলা কৃষি অফিসের অধীনে চলমান প্রকল্পসমূহের কার্যক্রম, সরজমিনে মাঠ পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন শিক্ষার্থীরা।