জাতির পিতা শেখ মুজিব স্মরণে
তুমি নেই ভাবতেই
যেনো প্রত্যুষে উঠে না
মোহনীয় সোনালী রোদ্দুর,
উজ্জল দুপুর হয়ে উঠে
চাতকের উদাস দুপুর।
তুমি নেই ভাবতেই
যেনো কাকডাকা ভোরের কিশোরীরা
ভুলে যায় শিউলী কুড়াতে,
মরা ডালে বসে ঝিমোয়
বিষন্ন কাক সন্ধ্যা রাতে।
তুমি নেই ভাবতেই
যেনো দীর্ঘ বেদনার চেয়েও
হয়ে উঠে ভারি-গহীন শূণ্যতা,
পুড়ে যায়-ঝলসে যায় স্বপ্নদিন
আলো বুননের শৈল্পিকতা।
তুমি নেই ভাবতেই
যেনো জীবনের অনুসঙ্গ হয়ে উঠে
বড় বেদনার-বড় কষ্টের,
দীর্ঘ অন্ধকার শুয়ে থাকে
দু:খকাতর পাড়ে-সমূদ্রের।
তুমি নেই ভাবতেই
পুড়ে যায় গন্তব্যের
দ্যুতিময় বাসনার ঘর,
মুখ ঢাকে বাংলাদেশ
অমানিষার ঘোর অন্ধকার।
তুমি নেই ভাবতেই
লুটোপুটি খাই শোকে
যেনো তীব্রদাহের খরায়,
খা খা বাংলার হৃদয়-জমিন-মাঠ
পিতার শূণ্যতার অস্থিরতায়।
তুমি নেই ভাবতেই
খোঁজি সেই গগনস্পর্শী
বজ্রকন্ঠ আর হেলনে তর্জনী,
জাগায় চেতনায়, জাগে বাঙালী
‘বিশ^ প্রামান্য ঐতিহ্য’ আজ তোমার অমর কবিতাখানি।
তুমি নেই ভাবতেই
কতো অঝোরে কেঁদেছে
তোমার স্বপ্নের সোনার বাংলা,
ভাগ্য প্রসূন কণ্যা হাসুর হাতে গড়তে
স্মার্টের পথে আজ ডিজিটাল বাংলা।
(২৩.০৩.২৩ইং)