আঁকতে বসে তৈলচিত্র-ভোলা মন
অনুভবের ছোঁয়ায় আঁকে নিত্যানন্দি উর্বশী,
তৈলচিত্রে বিরাণ মাঠ
নাচায় খেলায় হাঁসায় দুরন্ত অষ্টাদশী।
খেলতে বসে দাবা
মন্ত্রীর চালে চালি ভুল,
রাজ্য হারায় ধন-দৌলত
নবণীতা মাথায় পাকায় তালগুল।
লিখতে বসে গল্প
ভোলা মন লিখে যায় কবিতা,
কবিতায় কাঁদে গল্পের নায়ক
কবিতাই এখন গদ্য-যেনো গদ্যের ছবি তা।
ঘুরতে বসে ভেলায়
শাপলা-শালুক ভেটের জলায়,
কল্পজালে ভাসে হিরণ¥য়ী সুখ
যদিও সুখের তরে নেই সুখ-ভুবন তলায়।
ধরতে বসে সুখ
প্রেমান্দ মোহন বিকেলে,
ধুসরতায় ছেঁয়ে যায় চারদিক
টু-মেরে পালায় ডাহুক-অতলে ।
(২০/০৩/২৩ ইং)