ads

মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ ড্রেজার মেশিন জব্দ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ৯, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালোইঞ্জিনচালিত ৮ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। ৮ মে সোমবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ও বারোমারি এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা ১৪৩০ বঙ্গাব্দে যেই ঠিকাদারি প্রতিষ্ঠান ভোগাই নদীর বালু মহালের ইজারা পেয়েছে তাঁরা এখনও ইজারার টাকা পরিশোধ করতে পারেনি। তাই বালু মহাল এখন পর্যন্ত ইজারাদারকে বুঝিয়ে দেয়নি প্রশাসন। বর্তমানে ভোগাই নদী থেকে বালু উত্তোলন করা সম্পূর্ন অবৈধ।

পরে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন। ওইসময় উপজেলার নয়াবিল মন্ডলিয়াপাড়া মৌজায় ভোগাই নদীতে বালু উত্তোলনের সময় ৭ টি ও একই নদীতে বারমারি বুরুঙ্গা এলাকা থেকে আরও একটিসহ মোট ৮টি ড্রেজার মেশিন জব্দ করে এনে রাখা হয়েছে। পরবর্তীতে নিলামের মাধ্যমে এসব মেশিন বিক্রি করা হবে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ঈফফাত জাহান তুলি বলেন, ইজারার টাকা বাকি থাকায় এখনও বালু মহাল ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়নি। বালুমহাল বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কেউ বালু তুলতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলিন করায় গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যনান আদালত পরিচালনায় ৮ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পরবর্তীতে নিলামের মাধ্যমে মেশিনগুলো বিক্রি করা হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!