বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সোমবার (৮ মে) বিকালে রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল থেকে পাইক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।
এসআই সাইফুল জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাত ওই তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা কোন সংগঠনের তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।