রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ২০তম কোপা দেল রে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর এক মিনিট ৪৭ সেকেন্ডে গোল হজমের পর রিয়াল মাদ্রিদের চোখে চোখ রেখে লড়াই করল ওসাসুনা। সমতা ফিরিয়ে জমিয়ে তুলল লড়াই, কিন্তু শেষ রক্ষা হলো না। তাদের স্বপ্ন গুঁড়িয়ে কোপা দেল রের শিরোপা জিতল কার্লো আনচেলত্তির দল।
লুকা মদরিচকে বেঞ্চে বসিয়েও চমকে দিয়েছেন আনচেলত্তি। সামনে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল, ছোটখাটো চোট থাকায় বোঝাই যাচ্ছিল ক্রোয়াট তারকাকে নামালে বিরতির পর। ৮২ মিনিটে টনি ক্রুসের বদলি হয়ে মদরিচ যখন নামালেন রিয়াল তখন জয়ের সুবাস পাচ্ছে। আর তা দুই ব্রাজিলিয়ানের যৌথ প্রযোজনায়।
সেভিয়ার এস্তাদিও দি অলিম্পিকো মাঠের গ্যালারিতে সবাই ঠিকমতো ধাতস্ত হওয়ার আগেই গোল! ১ মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় রদ্রিগোর করা গোলের উৎস ভিনিসিয়ুস। বাঁ উইংয়ে দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান তারকা। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাইলান ধরে ঢুকে বক্সে সুবিধাজনক জায়গায় দাঁড়ানো রদ্রিগোকে পাস দেন ভিনি।
ঠান্ডা মাথায় কোপা দেল রে ফাইনালে রিয়ালের হয়ে গত ৭৭ বছরের মধ্যে দ্রুততম গোল করেন রদ্রিগো। ব্রাজিলিয়ান তারকার পরের গোলেও আছে তার জাতীয় দল সতীর্থের অবদান। ৭০ মিনিটে আবারও বাঁ প্রান্ত দিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে ঢুকে পড়েন ভিনি। তার ক্রস ওসাসুনা ডিফেন্ডারদের পায়ে লাগলে শট নেন ক্রুসস। এবারও এক ডিফেন্ডারের পায়ে লাগে এবং বল পেয়ে যান রদ্রিগো। কাছ থেকে গোল করতে ভুল হয়নি তার।
রিয়াল এগিয়ে যাওয়ার পর দাপিয়ে খেললেও ওসাসুনা বুক চিতিয়ে লড়েছে। ২৬ মিনিটে গোল লাইন থেকে ওসাসুনার এজালজৌলির শট ফেরান দানি কারবাহল। তার এক মিনিট আগেই প্রতি আক্রমণ থেকে করিম বেনজেমার জোরাল শট ঠেকান ওসাসুনা গোলকিপার সের্হিও এরেরা।
তবে ভাগ্য সহায় হলে রিয়াল বিরতির আগেই আরও একটি গোল পেয়ে যেত। ৩২ মিনিটে ফ্রি কিক থেকে ডেভিড আলাবা একটুর জন্য গোল পাননি। বল পোস্ট লেগেছে।
বিরতির পর ৫৮ মিনিটে পাবলো তোরোর দুরপাল্লার শটে করা গোলে সমতায় ফেরে ওসাসুনা। কিন্তু দলটির বক্সে রিয়ালের খেলোয়াড়দের চাপসৃষ্টি দেখে বোঝা যাচ্ছিল ওসাসুনা বেশিক্ষণ সমতায় থাকতে পারবে না। রদ্রিগোর গোলটি সেই চাপেরই ফসল। আর তাতে ২০১৪ সালের পর প্রথম কোপা দেল জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।