পুতুল সোনা
রাগ করো না,
এনে দেবো আলতা
পরনের যতো গহনা।
লালটুকটুক শাড়ি দেবো
ফিরোজা রংয়ের ফিতা দেবো, চুড়ি রিমঝিম,
পায়ে দেবো নূপুর রুপার
ঝনঝনিয়ে নাচবে সোনা মিম।
যদি চাও পেতেই তুমি
সোনার ছেলে বর,
এনেই দেবো- তুলে দেবো
তুমি যে আদরের নহর।
রাগ ভাঙ্গলে পুতুল সোনা
লাজুক হয়েও খিলখিলিয়ে হাসে,
ডাকার আগেই ছায়ার মত
লোভে থাকে পাশে।
(১৫.০৩.২৩ ইং)