শেরপুরে এবার জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম রেজা কলেজের প্রতিষ্ঠাতা ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. মিনহাজ উদ্দিন মিনালের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। ৫ মে শুক্রবার দুপুরে শহরের মাধবপুর এলাকার শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে অধ্যক্ষ শহীদুল ইসলাম রেজা ওই সংবাদ সম্মেলন করেন।
অধ্যক্ষ শহীদুল তাঁর বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগ খণ্ডন করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বুধবার কলেজের প্রতিষ্ঠাতা ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. মিনহাজ উদ্দিন মিনালের নেতৃত্বে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কুসুমহাটি এলাকায় অবস্থিত কলেজের প্রধান ফটকের সামনে করা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে কলেজের উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক হযরত আলী, নজরুল ইসলাম, মিনহাজুর রহমান তালুকদার, মেজবাহুল ইসলাম, নাসিমা সুলতানা, মোছা. তাজমুন্নাহারসহ প্রায় ২০ জন শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কলেজের প্রতিষ্ঠাতা ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. মিনহাজ উদ্দিন মিনাল বলেন, শহিদুল ইসলাম রেজা তার অভিজ্ঞতার তথ্য গোপন করে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছিলেন। পরবর্তীতে ওই অভিযোগসহ নানা জাল-জালিয়াতির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। পরে উচ্চ আদালতের আদেশে বরখাস্তের আদেশ স্থগিত করে তিনি পুনরায় অধ্যক্ষ পদে বহাল হন। তার সব জালজালিয়াতি ও অনিয়ম-দুর্নীতির বিষয়ে মানববন্ধন করে সবাইকে জানানোর কারণে সেগুলো ঢাকতেই এই সংবাদ সম্মেলনে তথাকথিত অভিযোগ উত্থাপন করেছেন, যা মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন, তার জালিয়াতি ও অনিয়মের বিষয়ে তার বিরুদ্ধে মামলা এখনও চলমান রয়েছে।
উল্লেখ্য, শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকায় অবস্থিত জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বাক্ষর জালিয়াতিসহ নানা অভিযোগ তুলে গত বুধবার মানববন্ধন ও সড়ক অবরোধ করেন কলেজের প্রতিষ্ঠাতা ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. মিনহাজ উদ্দিন মিনালসহ এলাকাবাসী।