বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যগুলো কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে না সেই মর্মে সুয়োমোটো রুল জারি করেছেন হাইকোর্ট। ২ মে মঙ্গলবার সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ওই রুল ও নির্দেশনা দেন৷
নির্দেশনায় কেবিনেট সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। দুদককে অবজারভার করতে বলা হয়েছে। ডিজি আর্কাইভকে প্রয়োজনীয় অডিও, ভিডিও যদি থাকে তা কোর্টকে হলফ আকারে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। সবাইকে আগামী ৪ জুন রুলের জবাব দিতে হবে।
দুদককের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।