শেরপুরে করোনাভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেচ্ছাশ্রমের ভিত্তিতে অবদান রাখা বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের সংবর্ধনা দিয়েছে ‘আজকের তারুণ্য’ সেচ্ছাসেবী সংগঠন। ২৮ এপ্রিল শুক্রবার বিকালে শেরপুর শহরের পৌরটাউন হলে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোবারক হোসেন, জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
সাংবাদিক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আজকের তারুণ্য সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন।
অনুষ্ঠানে শেরপুরে করোনাকালীন সময়ে অবদান রাখায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের মাঝে মোট ৬৫টি ক্রেস্ট তুলে দেওয়া হয়।