ads

শুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

রেজাউল করিম বকুল
এপ্রিল ২৮, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের পৃথক স্থানে ওইসব ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে ভেলুয়া এলাকার হাছেন আলীর শিশুকন্যা হালিমা (১০) ও চাংপাড়া এলাকার মৃত হরমুজ আলীর মেয়ে বৃদ্ধা বানি বেগম (৭০)।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশু হালিমা ও তার ছোট বোন হেনা আক্তার তাদের বাড়ির পাশে জনৈক খন্দকার ফিরোজ ডাক্তারের পুকুরে গোসল করতে যায়। এসময় গোসল করার একপর্যায়ে হালিমা বেগম পানিতে ডুবে যায়। পরে ছোট বোন বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানালে বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে পুকুর থেকে হালিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। ওইসময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একইদিন বৃদ্ধা বানি বেগম বিদ্যুৎচালিত সেচপাম্পের সুইচ দিতে যান। এসময় মোটরের বৈদ্যুতিক তার বানি বেগমের সাথে লেগে আগুন ধরে যায়। এতে বানি বেগমের শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করেছেন। ওই পৃথক ঘটনায় দু’টি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!