শেরপুর জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সময়ে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি, যাত্রী সাধারণের নিরাপত্তা, যাত্রী হয়রানি রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত ওই জরুরি মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
ওইসময় তিনি বাস মালিক সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দূরদূরান্ত থেকে নিজ বাড়িতে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আসবেন অনেকে। তাই তাদের সকল প্রকার নিরাপত্তা দেয়া আমাদের সকলের দায়িত্ব। যাত্রীরা যাতে পরিবহনে কোনো রকম হয়রানির শিকার না হয় সেজন্য সকল বাস মালিকদেরকে তাদের শ্রমিকদের এই বিষয় সচেতন করতে বলেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, ঈদকে সামনে রেখে ভাড়া নিয়ে অনেক রকম সিন্ডিকেট তৈরি হয়। কোনো প্রকার অতিরিক্ত ভাড়া আদায় না করার ব্যাপারে তিনি বাস মালিক নেতৃবৃন্দকে হুঁশিয়ার করেন। সেইসাথে পরিবহন ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানি বিষয়ে যেকোনো অভিযোগ থাকলে জেলা পুলিশের হটলাইন-01320106214, 01320106215 এই দুটি নাম্বারে অভিযোগ জানানোর জন্য আহবান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ, জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, ডিবির পরিদর্শক মুশফিকুর রহমান, ডিআইও-১, জাহাঙ্গীর আলম, ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হিরণ, উপপরিদর্শক রুবেল মিয়াসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং বাস-কোচ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।